By: Gouranga Malakar
In spite of 800 years of Hindu and Muslim coexistence, why selectively Hindus have over and over been persecuted in the Bengal? In undivided Bengal before partition, population of Hindus were sizable 46% against 56% Muslim population. Even then, Hindus could not protect themselves, their women from genocide, rape, mass religious conversion and could not prevent leaving their own abode in the erstwhile East Pakistan. Why even Gandhiji vitiated the fundamental secular characteristic of our freedom fighting revolution by supporting pan-Islamic Khilafat movement in India that created further divide and subsequent Hindu persecution that too having an unmistakable established information that Muslims never predominantly participated in the Indian Freedom fighting except pushing through their religious agenda. Between 1937 and 1947 there were no Hindu but three Muslim Prime Ministers in Bengal whereas not even one Muslim freedom fighter out of 42 who went to gallows for the noble cause. From the Muslim majority Bengal not a single Muslim soul was there in the Masterda’s (Surya Sen) historic Chittagong British Armoury Raid in 1930. Jinnah on the other hand planned and called for the Direct-Action Day for Hindu genocide. Sheikh Mujibar Rahman, Fajlul Haque, Maulana Vasani never did take any step to stop planned repeated Hindu persecutions in the erstwhile East Pakistan. Why Hindus are refugees in Hindu heartland, why Hindu scholars and luminaries could not assert against the continuous Hindu persecutions like Kashmir, Bangladesh and Pakistan. Read on in Bangla by Gouranga Malakar.
– Swapan Mukherjee
১)হিন্দু মুসলিম বাংলায় পাশাপাশি বসবাস করছে ৮০০ বছর। তাও কেন কিছু মুসলিম পূর্ব পাকিস্তানে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ায় নি, তাহলে তো সবকিছু ছেড়ে হিন্দুদের পালিয়ে আসতে হতো না।
২)বাংলায় ধর্মান্তকরনের মূল কারন কি? হিন্দুরা ধর্ম বাঁচাতে, নারীর সম্মান বাঁচাতে পূর্ব পাকিস্তান থেকে পালিয়ে এসেছিল। সেখানে কেন বাংলায় এত ধর্মান্তকরন হয়েছিল?
৩)খিলাফত আন্দোলের মত ধর্মীয় আন্দোলনকে ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জুড়ে গান্ধীজি কেন ভারতের স্বাধীনতা সংগ্রামের অসাম্প্রদায়িক চরিত্রের ক্ষতি করেছিলেন।
৪)কমিউনিষ্টরা মুসলিম লীগের ডাইরেক্ট একশন ডে র বনধ সমর্থন করেছিল, ধর্মের ভিত্তিতে দেশভাগ সমর্থন করেছিল। তাও কমিউনিস্টরা পূর্ব পাকিস্তান থেকে কেন পালিয়ে এসেছিল।
৫)দেশভাগের সময় বাংলায় মুসলিম ছিল ৫৪%, হিন্দু ছিল ৪৬%। তাহলে হিন্দুরা কেন পূর্ব পাকিস্তানে প্রতিরোধ করতে পারলো না। কেন হিন্দুরা সবকিছু ফেলে প্রাণ ভয়ে পালিয়ে আসলো।
৬)শেখ মুজিবর রহমান, ফজলুল হক, মৌলানা ভাসানী কি পূর্ব পাকিস্তানে হিন্দু নির্যাতন আটকানোর কোনো চেষ্টা করেছিল।
৭)মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলার কয়েকজন মুসলিম স্বাধীনতা সংগ্রামীর নাম বলুন।
৮)মুসলিম সংখ্যাগরিষ্ঠ চট্টগ্রামে মাস্টারদা সূর্য সেনের দলে কেন একজনও মুসলিমও ছিল না?
৯)ডাইরেক্ট একশন ডে তে শেখ মুজিবর রহমানের কি ভূমিকা ছিল?
১০)জিন্না কেন কলকাতায় ডাইরেক্ট একশন ডে র ডাক দিয়েছিল।
১১)মুসলিমরা যখন ধর্মের ভিত্তিতে দেশভাগ করলো তখন আম্বেদকরের দাবিমত জনবিনিময় হলো না কেন?
১২)মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলায় ভারতের প্ৰথম মহিলা গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, ডাক্তার কেন একজনও মুসলিম মহিলা ছিল না?
১৩)মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলায় ১৯৩৭ -১৯৪৭ বাংলার তিনজন প্রধানমন্ত্রীর মধ্যে কেন একজনও হিন্দু প্রধানমন্ত্রী ছিলেন না।
অথচ বাংলায় ৪২ জন স্বাধনীতা সংগ্রামী যারা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে ফাঁসিতে মৃত্যু বরণ করেছিলেন তাদের মধ্যে একজনও মুসলিম ছিল না।
১৪)দেশ বিদেশের মুসলিমরা আসামে দুজন মুসলিমের মৃত্যুর জন্য প্রতিবাদ করছে।কাশ্মীরে পন্ডিতদের হত্যার জন্য কজন হিন্দু প্রতিবাদ করেছে?পাকিস্তান/বাংলাদেশে রেগুলার হিন্দুদের উপর নির্যাতন হয়, কজন হিন্দু প্রতিবাদ করে?১৫)কেন হিন্দু বুদ্ধিজীবিরা পূর্ব পাকিস্তান থেকে পালিয়ে আসার কারন বলতে চায় না?১৬)১৯৪৭ সালের ২০শে জুন বাংলা বিধানসভায় কেবল অমুসলিম সদস্যদের ভোটে বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল। যে ২১ জন মুসলিম সদস্য বাংলা ভাগের বিপক্ষে ভোট দিয়েছিলেন তারা কি পাকিস্তানে চলে গিয়েছিলেন, নাকি পশ্চিমবঙ্গেই থেকে গিয়েছিলেন?১৭)কমরেড জ্যোতি বসু এবং রতনলাল ব্রহ্ম ১৯৪৭ সালের ২০ শে জুন বাংলাভাগের পক্ষে ভোট দিয়েছিলেন তাকি পার্টির নির্দেশে, নাকি নিজেদের ব্যক্তিগত মত অনুসারে?১৮)পূর্ব পাকিস্তান থেকে সব হারিয়ে উদ্বাস্তু হয়ে ভারতে আসা হিন্দুদের জন্য ভারতে অনেক উদ্বাস্তু ক্যাম্প হয়েছিল। এরকম কোনো ক্যাম্প কি ভারত থেকে যাওয়া মুসলিমদের জন্য পাকিস্তানে হয়েছিল?
-গৌরাঙ্গ মালাকার